কুড়িগ্রামে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুন্দরগ্রাম পুটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রংপুর এক্সপ্রেসের একটি শাটল ট্রেন কুড়িগ্রাম রেলস্টেশন থেকে ঢাকাগামী যাত্রীদের নিয়ে কাউনিয়া উদ্দেশ্যে যাওয়ার সময় সুন্দরগ্রাম এলাকায় ওই ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। লালমনিরহাট রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসজে/জিকেএস