দেশজুড়ে

ডোবায় পড়ে ‘তামিমের’ মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় ডোবার পানিতে পড়ে তামিম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার বাউসী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তামিম ওই এলাকার সুজন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, তামিম বিকেলে পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে নিখোঁজ হয়। তাকে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে অনেক খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশের ডোবার পানি থেকে তামিমকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. দেবাশীষ রাজবংশী জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

তবে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির শিশুর মৃত্যুর বিষয়টি জানেন বলে জানান।

মো. নাসিম উদ্দিন/এসজে/জেআইএম