গভীর বঙ্গোপসাগরে বসুন্ধরা গ্রুপের জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ফিশিংবোট এফভি বন্ধন শনাক্ত করেছে নৌবাহিনী। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাইড স্ক্যান সোনারের মাধ্যমে জাহাজটি শনাক্ত করা হয়। এরপর উদ্ধারকাজে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরীরা যোগ দিয়েছে।শুক্রবার ভোরে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে বসুন্ধরা গ্রুপের সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় এফবি বন্ধন ডুবে যায়। এতে এখনো ২৬ জন নিখোঁজ রয়েছেন। ওইদিন একটি মৃতদেহ ও জীবিত দুজনকে উদ্ধারের পর আর কোনও মৃতদেহ বা জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। এদিকে নিখোঁজ নাবিকদের সন্ধানে শনিবারও চট্টগ্রামের এ কে খান ঘাটে ভিড় করেছেন স্বজনরা।নৌবাহিনী ও আইএসপিআর কর্মকর্তারা জানান,সেন্টমার্টিন থেকে ২৮ নটিক্যাল মাইল দূরে সাইড স্ক্যান সোনারের মাধ্যমে ফিশিংবোটটি সনাক্ত করা হয়েছে। উদ্ধার কাজে সহায়তা করতে এরই মধ্যে চট্টগ্রাম থেকে রওয়ানা দিয়েছে জাহাজ `সৈকত`।