দেশজুড়ে

ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদপুরের সালথায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আক্কাস শিকদার (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আক্কাস শিকদার উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মো. খোরশেদ শিকদারের ছেলে।

সালথা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিন মজুমদার বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আক্কাস শিকদারকে শনিবার দিনগত রাতে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম