সাহিত্য

সিবগাতুর রহমানের কবিতা: শক্তি দাও

হে খোদা করুণাময় হে আমার বিধাতাতুমি ছাড়া এ ভবে আমার নাহি কোনো ত্রাতা।দিবস রজনী তোমারে ডাকি হে সর্বশক্তিমানকৃপা কর মোরে ওগো দয়াময় করো পরিত্রাণ।

হে খোদা আমায় সাহারা দাওনা হয় বিপদে লড়িতে পারি এমন শক্তি দাও।হে খোদা আমায় পথ দেখাওনা হয় আঁধারে চলিতে পারি এমন শক্তি দাও।হে খোদা আমায় রিজিক দাওনা হয় ক্ষুধা সহিতে পারি এমন শক্তি দাও।হে খোদা আমায় ধৈর্য দাওনা হয় আঘাত সহিতে পারি এমন শক্তি দাও।হে খোদা আমায় সঙ্গী দাওনা হয় একাই চলিতে পারি এমন শক্তি দাও।হে খোদা আমায় শান্তি দাওনা হয় দুঃখ সহিতে পারি এমন শক্তি দাও। হে খোদা আমায় মরণ দাওনা হয় যেন বাঁচিতে পারি এমন শক্তি দাও।হে খোদা আমায় বারদা দাওনা হয় যেন জ্বলিতে পারি এমন শক্তি দাও।

দ্বীন দুনিয়ার মালিক তুমি ওগো ক্ষমতাবানআমারে তুমি রক্ষা কর পার কর এ নিদান।

এসইউ/জিকেএস