নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে মো. শাহজাহান সাজু (৩০) নামের এক সিএনজিচালকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মেথিকান্দা রেল স্টেশনের আউটার এলাকা থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
শাহজাহান সাজু রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকার ফরাজির ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে দ্বিখণ্ডিত একটি মরদেহ দেখতে পায়। পরে তারা মেথিকান্দা রেল স্টেশনে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মেথিকান্দা স্টেশন মাস্টার মো. হেলাল হোসেন ভূঁইয়া বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল বা তূর্ণা নিশিতা ট্রেনটি মেথিকান্দা স্টেশন অতিক্রমের সময় ওই ট্রেনে কাটা পড়তে পারেন।
নরসিংদীর রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (ইনচার্জ) ইমায়েদুল জাহেদী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সঞ্জিত সাহা/আরএইচ/জিকেএস