দেশজুড়ে

ব্যবসায়ীর মৃত্যুতে ৫ ঘণ্টা বন্ধ ছিল বুড়িমারী স্থলবন্দর

ভুটানের সিএনএফ ব্যবসায়ীর মৃত্যুতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পাছ ঘণ্টা বন্ধ ছিল।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল। দেড়টার পর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হয়।

বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, ভুটানের সিএনএফ ব্যবসায়ী যাদব চন্দ্র (৫০) অসুস্থতা জনিত কারণে মারা যান। তার মৃত্যুতে সমবেদনা জানাতে সকাল দুপুর পর্যন্ত বাংলাদেশ-ভারত-ভুটান ত্রিদেশীয় ব্যবসা-বাণিজ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দুপুর দেড়টা পর থেকে আবারও ত্রিদেশীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

সিএনএফ ব্যবসায়ী যাদব চন্দ্রের বাড়ি ভারতের কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধায় বাড়ি। তিনি দীর্ঘ দিন থেকে ভুটানে সিএনএফ ব্যবসার সঙ্গে জড়িত।

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সাঈদ জাগো নিউজকে বলেন, ভুটানের সিএনএফ ব্যবসায়ীর মৃত্যুতে সমবেদনা জানাতে ও মরদেহ দাহ করা পর্যন্ত ভারতের চ্যাংড়াবান্ধার সিএনএফ ব্যবসায়ীরা পাঁচ ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখে। এক্ষেত্রে বুড়িমারী স্থলবন্দর ও আমদানী রপ্তানি বন্ধ হয়ে যায়।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কবির জাগো নিউজকে বলেন, দুদেশের সিএনএফ ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ভুটানের সিএনএফ ব্যবসায়ীর মৃত্যুতে পাঁচ ঘন্টা বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা পারাপার হয়েছেন।

রবিউল হাসান/এসজে/জেআইএম