ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি করে পালানোর সময় এক নারীকে আটকের পর পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, গত ১৩ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন শৈলকুপা উপজেলার বিত্তিপাড়া গ্রামের রাসেল হোসেনের স্ত্রী রনি খাতুন। সোমবার ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছিলেন তারা। এ সময় তাদের কাছে থাকা শিশুকে কোলে নিয়ে লিফট দিয়ে নিচে নেমে যান সদর উপজেলার বাড়িবাথান বাজার পাড়ার খাদিজা খাতুন।
বিষয়টি দেখে হাসপাতালের লোকজন ছুটে এসে বাচ্চাকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে হাসপাতালে গিয়ে ওই নারীকে আটক করে পুলিশ।
নবজাতকের বাবা রাসেল হোসেন বলেন, ‘আমরা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় ওই নারী কিছু খাওয়ারত অবস্থায় বলে তোমাদের সাথে যাবো। আত্মীয় মনে করে তার কোলেও দিয়েছিলাম মেয়েকে। তখনই এ ঘটনা ঘটে।’
শিশুটির একজন আত্মীয় জাগো নিউজকে বলেন, ‘ওই নারী যখন শিশুটিকে নিয়ে লিফটে নিচে নামছিল তখন শিশুর গায়ে থাকা চাদর দেখে বুঝতে পারি আমাদের মনিকে নিয়ে যাচ্ছে। তখন আমি তাকে বলি, আমাদের বাচ্চা দাও। তারপরও সে বাচ্চা না দিয়ে চলে যাচ্ছিল। পরে চিৎকার করলে হাসপাতালের লোকজন এসে তাকে ধরে ফেলে।’
সদর হাসপাতালের লিফট অপারেটর ইমামুল হোসেন বলেন, ‘বাচ্চাটিকে নিয়ে কয়েকজন নারী লিফটের সামনে টানাহেঁচড়া করছিলেন। তখন আমরা গিয়ে বাচ্চাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিই এবং ওই নারীকে আটক করি।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, অভিযুক্ত নারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষেই সঠিকভাবে জানা যাবে চুরির উদ্দেশ্যেই ওই নারী শিশুটিকে কোলে নিয়েছিলেন কি না।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম