টেস্টের আগে রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর রাখা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, টেস্টে বেশি টাকা আদায়সহ নানা অনিয়মের কারণে ফরিদপুরে পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল কাম ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
তিনি জাগো নিউজকে বলেন, নানা অপরাধে প্রতিষ্ঠানটির কাছ থেকে দুটি ধারায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
এন কে বি নয়ন/এসজে/জেআইএম