খেলাধুলা

আইসিসির পরবর্তী চেয়ারম্যান শারদ পাওয়ার!

ভারতীয় ক্রিকেট থেকে অবশেষে শ্রীনিবাসনের বিতারণ, আইসিসি থেকেও তার প্রভাব-কর্তৃত্ব কমিয়ে দেয়ার পথ তৈরি করে দিলো। অবশেষে বিসিসিআইরই আরেক প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর এসে ঘোষণা দিয়ে দিলেন, শ্রীনিবাসন যা যা করেছেন, সবই পাল্টানো হবে। আইসিসি চেয়ারম্যান বলুন আর প্রেসিডেন্ট- কোনো পদই আর বিগ থ্রির দখলে থাকবে না। রোটেশন পদ্ধতিও বাতিল। এখানে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীই নির্বাচিত হয়ে আসবেন।এদিকে নতুন গুঞ্জন উঠেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী চেয়ারম্যান হতে পারেন শারদ পাওয়ার। এবছরের জুন মাসেই আইসিসি চেয়ারম্যান নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করতে চলেছে আইসিসি। এবার থেকে চেয়ারম্যান পদে বসতে পারবেন না সদস্য কোনও দেশের ক্রিকেট বোর্ডের কোনও পদাধিকারী। সব ঠিকঠাক চললে নতুন নিয়মে আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হতে পারেন শারদ পাওয়ার। বিসিসিআই সূত্রে জানা গেছে লোধা কমিটির সুপারিশ যদি বোর্ডকে মেনে নিতে হয় তাহলে বিপাকে পড়বেন বিসিসিআই ও আইসিসির এই প্রাক্তন সভাপতি। কারন সত্তরোর্ধ এই ক্রিকেট প্রশাসক আর মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতির পদে থাকতে পারবেন না। তাই শশাঙ্ক মনোহর,অনুরাগ ঠাকুররা চাইছেন শারদ পাওয়ারকে আইসিসির চেয়ারম্যান পদে নিয়ে যেতে। তবে সবটাই নির্ভর করছে পওয়ারের শারীরিক সক্ষমতার উপর। কারণ এই মূহুর্তে শরদ পওয়ার হাসপাতালে ভর্তি।এমআর/আরআইপি