দেশজুড়ে

কাদিপুর মন্দিরে এবারের আকর্ষণ এক হাজার হাতের প্রতিমা

 

মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার কাদিপুরে রয়েছে দেশের অন্যতম সুন্দর ও আকর্ষণীয় মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মন্দিরটি কাদিপুর-শিববাড়ি নামে পরিচিত। এবারের দুর্গাপূজায় এ মন্দিরের আকর্ষণ থাকছে এক হাজার হাতের প্রতিমা। চারবছর ধরে তৈরি করা এ প্রতিমার কাজ শেষ পর্যায়ে। এখন চলছে রঙের কাজ।

খোঁজ নিয়ে জানা যায়, নয়নাভিরাম নানা কারুকাজ ও শৈল্পিক আঁচড় আর চারপাশের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন শিববাড়ি মন্দির। দুর্গাপূজা এলেই এখানে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আসেন দর্শনার্থীরা। তবে দুর্গাপূজা ছাড়াও বছর জুড়ে শিববাড়িতে মনস্কামনা পূরণে আসেন ভক্তরা।

মন্দিরটির রক্ষণাবেক্ষণ ও প্রধান পুজারি আচার্য পুলক সোম বলেন, সহস্রভুজা (এক হাজার হাত) দেবীদুর্গার প্রতিমা নির্মাণ শুরু হয় ২০১৮ সালে নভেম্বর মাসে। কিন্তু করোনাকালে কাজের ধীরগতি থাকায় নির্মাণ কাজ বিলম্ব হয়। ২০ জন নির্মাণ শিল্পীর হাতের ছোঁয়ার চার বছর ধরে তৈরি করা হচ্ছে প্রতিমাটি। গত মাসে প্রতিমার কাজ প্রায় শেষ হয়েছে। এ প্রতিমা নির্মাণে পাথর, সিমেন্ট, রড ও বালু ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, ১ অক্টোবর মহাষষ্ঠীর পূর্বেই আনুষঙ্গিক সব কাজ শেষ হবে। পাথরের তৈরি প্রায় ২৩ ফুট উঁচু তপ্তকাঞ্চন বর্ণের সহস্রভুজা প্রতিমায় এখন রঙের কাজ চলছে। মহাষষ্ঠীর দিন দুর্গাপূজার মূল আচার অনুষ্ঠান শুরু হবে।

আব্দুল আজিজ/এসজে/জিকেএস