বান্দরবানে ছোট্ট মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে অপহরণের পর খুন করায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ বান্দরবান পার্বত্য জেলা আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উচিংনু মার্মা (২২), উবা চিং মার্মা (৩০), চিং নু মং প্রকাশ হদা (২৩), মং নু মং প্রকাশ মং নু (৫০), তারা বান্দরবান সদর উপজেলার লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা। এছাড়া অপর আসামি মং থু প্রকাশ মং ক্যাসিং। তিনি উপজেলার লুলাইন পুর্নবাসন পাড়ার বাসিন্দা।
রায় ঘোষণার সময় চিং নু মং প্রকাশ হদা উপস্থিত ছিলেন। অপর আসামিরা পলাতক রয়েছেন।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ছোট্ট মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দিয়াকুল এলাকার মৃত আনু মিয়ার ছেলে। তিনি (ছোট্ট মিয়া) পেষায় গরু ব্যবসায়ী ছিলেন। ২০০৭ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে উচিংনু মার্মার (২২) গরু আনতে গিয়ে নিখোঁজ হন। পরে গত ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় বান্দরবান পৌরসভাস্থ মধ্যমপাড়া হতে আসামি উচিংনু মার্মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানায়, সে অপর আসামিগণের সহযোগিতায় দা দিয়ে ভিকটিম ছোট্ট মিয়ার গলা কেটে খুন করে ভিকটিমের মৃতদেহ ৩৪৮নং হ্লাপাইক্ষ্যং মৌজস্থা সারাম্রাং ঝিরিমুখে জনৈক মংজহ্লী মার্মার বাশবাগানে মাটিচাপা দেন এবং গরু বিক্রির ১২ হাজার টাকা আত্মসাত করেন।
পরে নিহত ছোট্ট মিয়ার ভাই মো. আমজু মিয়া বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর মামলা করেন।
নয়ন চক্রবর্তী/এএইচ/জিকেএস