দেশজুড়ে

পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ায় আরেক পুলিশ কারাগারে

ভোলায় এক পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে করা মামলায় সাগর নামের এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দার আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত সাগর ভোলা জেলা প্রশাসকের গানম্যান ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, প্রায় তিন মাস আগে সাগর তার পূর্ব পরিচিত এক পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় গত ২০ জুন ওই নারীর বাবা বাদী হয়ে ভোলা থানায় মামলা করেন। মামলার পরপরই সাগরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

মামলার পর থেকে অভিযুক্ত সাগর হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। মঙ্গলবার ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মশিউর রহমান মুরাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস