দেশজুড়ে

হবিগঞ্জে পানি চলাচলের নালা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জ সদর উপজেলায় পানি চলাচলের নালা নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তাদের আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনা মীমাংসায় স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল জানান, সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও গ্রামে পানি চলাচলের নালা নিয়ে শিরিশ আলী এবং শাহ আলমের গোষ্ঠীর মধ্যে বিরোধ ছিল। এর জেরে তাদের গোষ্ঠীর লোকজন বুধবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সদর থানা পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তিনি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে বলেন, পানি চলাচলের নালা নিয়ে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনোপক্ষই এ বিষয়ে অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/জিকেএস