মাদারীপুরের শিবচরে নকল প্রসাধনী বিক্রি ও বেশি দাম নেওয়ায় তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌর বাজারের বিভিন্ন প্রসাধনী দোকানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।
তিনি বলেন, নকল প্রসাধনী ও বেশি দাম নেওয়া তিনি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানকে নির্ধারিত মূলে প্রসাধনী বিক্রির জন্য সর্তক করা হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
এ কে এম নাসিরুল হক/এসজে/জিকেএস