আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ভারতীয় বংশোদ্ভুত মার্কিন যুক্তরাষ্ট্রের সফররত নিশা দিশাই দু’আনার মন্ত্রী, চার আনাও নন। তার সামনে দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন শিশুর মতো হাত পেতে বসে আছেন। মনে হচ্ছে দিশা নিশাই বাংলাদেশের ক্ষমতা খালেদা জিয়ার হাতে তুলে দেবেন।খুলনা সর্কিট হাউজ ময়দানে শনিবার খুলনা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কিছুদিন আগে আমি ভারতের দিল্লিতে গিয়েছিলাম। সেখানকার অনেক মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তাদের কাছে শুনেছি, মোদী মনমোহনের চেয়েও কট্টর আওয়ামী লীগের সমর্থক।মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনাকে কাজের লোক বলে মর্জিনা বলেও অভিহিত করে বলেন, মজীনা কতো চেষ্টা করলো ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে। এমনকি শেখ হাসিনা যাতে প্রধানমন্ত্রী না হয় সে চেষ্টাও করেছে সে। তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি চলে যাবেন। আর হয়তো কোনোদিন তিনি বাংলাদেশে আসবেন না। তাই কাজের লোক দিয়ে ক্ষমতা পরিবর্তন হবে না।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন আর আগের অবস্থায় নেই। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগে শেখ হাসিনাকে তার ক্ষমতা থেকে নামাতে পারে। তিনি খালেদা জিয়াকে উপদেশ দিতে গিয়ে বলেন, বিদেশী প্রভুদের দ্বারে ধর্ণা দিয়ে লাভ নেই। এক বছর হয়ে গেছে, আর আছে চার বছর। আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হোন।