খেলাধুলা

ফাইনালে শেখ জামাল

কিংস কাপের ফাইনালে ওঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সেমিফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে নেপালের মানাং মার্সিয়াংদিকে। যদিও মানাং মার্সিয়াংদি ৬০ মিনিটের মাথায় প্রথম গোল পেয়েছিল। কিন্তু ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলা শেখ জামালের বিপক্ষে সেই লিড ধরে রাখতে পারেনি। ৮৫ মিনিটের মাথায় সাখাওয়াত রনি শেখ জমালকে সমতায় ফিরিয়েছেন (১-১)।আর অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে জামালকে ফাইনালের টিকিট এনে দিয়েছেন ল্যান্ডিং (২-১)। এর আগে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শেখ জামাল মোহনবাগানকে ৫-৩ গোলে ব্যবধানে হারিয়েছিল।এর আগে ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ডে অসাধারণ খেলেও শিরোপার স্বাদ পায়নি শেখ জামাল। ফাইনালে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় হেরে যায় তারা। তবে জামালের ফুটবল নৈপুণ্যে মুগ্ধ হয়েছিল কলকাতা।বর্তমানে ভুটানের কিংস কাপেও দুর্দান্ত খেলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি। ফাইনালে উঠেছে তারা। কিংস কাপের শিরোপা জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছে শেখ জামাল। ফাইনালে জামালের প্রতিপক্ষ অপর দুই সেমিফাইনালিস্ট ভারতের মোহনবাগান ও পুনে এফসির মধ্যে যেকোনো একটি দল।