গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় শফিউল ইসলাম (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শিশু শফিউল তার স্বজনদের সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে গাইবান্ধাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে শফিউল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেন চালক পালিয়ে যান।
এসআর/জেআইএম