পর্দার সামনে যেকোনও দৃশ্যে অভিনয়ের জন্য সালমানেই তিনি স্বাচ্ছন্দ্য একথা জানাতে পিছ পা হননি বলিউডের হট ডিভা ক্যাটরিনা কাইফ। অথচ সালমানের তুচ্ছ ‘মজাক’ কে মেনে নিতে পারলেন না কাপুর প্রেমিকা।টিনসেল টাউনের দাবাং খান, তাঁর বেপরোয়া মেজাজের জন্যই পরিচিত। মজার মুডে থাকলে বন্ধুদের পিছনে লাগতে খুবই পছন্দ করেন সালমান। সম্প্রতি নিজের বোন অর্পিতা বিয়ের অনুষ্ঠানেও ক্যাটরিনা কাইফের সঙ্গে খুনসুটি করেছিলেন তিনি। কিন্তু এজন্য নাকি ক্যাটরিনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন সালমান।কিছু দিন আগেই সালমানের বোনের বিয়ের আসর বসেছিল হায়দরাবাদের ফলকনামা প্যালেসে। এই বিয়ের আসরে দেখা গিয়েছিল গোটা বলিউডকে। তারকাদের নাচে-গানে জমে উঠেছিল বিয়ের আসর। এই সময় মাইকে বেজে ওঠে ক্যাটরিনার আইটেম গান ‘চিকনি চামেলি’। তখন সালমান ক্যাটরিনাকে মঞ্চে এসে এই নাচটি করতে অনুরোধ জানান।কিন্তু ক্যাট না শোনার ভান করে লুকিয়ে পড়েন করণ জোহারের পিছনে। তখন সালমান করণকেই ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে মঞ্চে আসতে বলেন। কিন্তু তাতেও ক্যাটরিনা না এলে রসিকতা শুরু করেন সালমান। তিনি বলেন, ঠিক আছে, ক্যাটরিনা কাইফ নয়, ক্যাটরিনা কাইফ কপুর মঞ্চে এসো। শেষ পর্যন্ত মঞ্চে যেতে বাধ্য হন ক্যাটরিনা। তখন সালমান খুনসুটি করে বলেন, আরে আমি আর কী করব.. আমি তো তোমায় খান হওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমার তো ক্যাটরিনা কপুর হওয়ার ইচ্ছা হল।সালমানের এই খুনসুটিতে কোনও প্রতিক্রিয়াই জানাননি ক্যাটরিনা। কিন্তু জানা গেছে, সালমানের এই ব্যবহারে অখুশি হয়েছিলেন ক্যাটরিনা। সেজন্যই নাকি তিনি মুম্বইতে আয়ূষ-অর্পিতার রিসেপশনে আসেননি।সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এরপর সালমান নিজে ক্যাটরিনা বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে এসেছেন। দুজনের ভুল বোঝাবুঝিও আর নেই।