জাহাঙ্গীরনরগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপুসহ অন্যান্য ছাত্রদের উপর ছাত্রলীগ কর্মীদের নিপীড়নের তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোট।সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন এর সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল, বিশ্ববিদ্যায় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর ভারপাপ্ত সভাপতি মাসুক হেলাল অনিক এবং বিশ্ববিদ্যালয় শাখা সাংস্কৃতিক জোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদ হাসান শুভ্র তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানান।উল্লেখ্য, বঙ্গবন্ধু হলে ছাত্রত্ব থাকা সত্ত্বেও রোববার রাতে সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপুসহ আরও কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মীরা তাৎক্ষণিক রুম ছাড়ার নির্দেশ দেয়। এ সময় সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপু রুম ছাড়তে অস্বীকৃতি জানালে তারা তাকে গালিগালাজ এবং পরবর্তীতে রড ও পাইপ দিয়ে মারধরের চেষ্টা করে। যৌথ বিবৃতিতে ছাত্রজোটের নেতৃবৃন্দ বলেন, হলে সিট বণ্টনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নিপীড়ন চালাচ্ছে ক্ষমতাশীন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা। এ ধরণের নিপীড়নের জন্য দায়ী সিট বণ্টনে প্রশাসনের নিয়ন্ত্রণহীনতা, ক্ষমতাশীদের দখলদারিত্ব এবং সিট সংকট নিরসনে প্রশাসনের প্রচণ্ড উদাসীনতা। এছাড়া তারা আরো বলেন, আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই ভয়াবহ আবাসন সংকটে ভুগছে। এই সংকটের যথোপযুক্ত সমাধাণের চেষ্টা না করে ছাত্র হলগুলোতে সিট বণ্টনের দায়িত্ব পালনে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে হল প্রশাসন। এই সুযোগে হলগুলো থেকে প্রথম বর্ষের ছাত্রদের জোরপূর্বক শোডাউনে নিয়ে যাওয়াসহ দখলদারিত্ত্ব ও নিপীড়ন চালাচ্ছে ছাত্রলীগের কর্মীরা। প্রগতিশীল ছাত্রজোট এবং সাংস্কৃতিক জোট এই নিপীড়নের সাথে জড়িতদের যথোপযুক্ত শাস্তি দাবি করছেন। একই সাথে আবাসন সংকট নিরসনে দ্রুত নতুন হল নির্মাণ, সিট বণ্টনের প্রশাসনিক নিয়ন্ত্রণ, দখলদারিত্ব ও র্যাগিং বন্ধ করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি করছেন।হাফিজুর রহমান/এসকেডি/পিআর