জাতীয়

চট্টগ্রামের ভাটিয়ারিতে লাইনচ্যুত ট্রেন তিন ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় তিন ঘণ্টা পর তা উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।

সকাল ৯টা ৪০ মিনিটে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি সেখানে লাইনচ্যুত হয়। পরে দুপুর ১২ টা ২৫ মিনিটে বগিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার মজুমদার।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। লুপলাইনে এই দুর্ঘটনা হয়েছে। বগিটি লাইনচ্যুত হলেও কেউ হতাহত হয়নি। বগি উদ্ধার করে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। তবে অন্য লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রামসহ অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ইকবাল হোসেন/এমএইচআর/এএসএম