দেশজুড়ে

রাজশাহীতে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রাজশাহীর চারঘাটায় ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার বিকেলে উপজেলার মুক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার মুক্তারপুর এলাকার মৃত আনার আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও তার স্ত্রী রিপা বেগম (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে শনিবার দুপুরে মুক্তারপুর এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় তাদের হাতেনাতে ধরা হয়। তাদের নামে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মো. আব্দুল হাকিম/আরএইচ/জেআইএম