সারা বাংলাদেশেজুড়ে শীতকালে শুরু হয় ওয়াজ মাহফিল। শীতের আমেজের সঙ্গে সঙ্গে মানুষ সারাদিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যায় ইসলাম ধর্মের আলেমদের মুখে জীবন বিধানের নানা দিক নির্ণায়ক বাণী শুনে থাকেন। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সেই এলাকাজুড়ে চলে সাজ সাজ রব। প্রস্তুতি নিতে থাকেন মাসব্যাপি।কিন্তু এ চিত্র তো বাংলাদেশের, যারা প্রবাসে আছেন তারা কি শুনবেন না ধর্মীয় নেতাদের মুখে ইসলামের বাণী। এ চিন্তা থেকেই মালয়েশিয়ার পেনাং রাজ্যে প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করে দুই দিনব্যাপি বার্ষিক ওয়াজ মাহফিলের।রোববার বিকেল থেকে তামান সুকুনের মসজিদুল হিদায়ায় শুরু হয় এ ওয়াজ মাহফিল। মাহফিলের প্রথমদিনে ধর্মীয় বিষয়ে আলোচনা করেন মাওলানা মো. আবু তাহের, মাওলানা মো. মহিউদ্দীন, মাওলানা মো. উবায়দুল্লাহ, মাওলানা মো. আবু হানিফ। প্রথমদিনের মাহফিলের সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী শামছুদ্দিন।সোমবার দ্বিতীয় দিনে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বিষয়ে আলোচনা করেন হাফেজ মাওলানা মো. আবু হানিফ, মাওলানা মো. আখতার হোসাইন, মাওলানা মো. আমিনুল ইসলাম, মাওলানা মো. ফয়েজ আহমদ, মাওলানা মো. ইদ্রিছ আলী। এদিনে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন মুকুল।ওয়াজ মাহফিলে উপস্তিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি নেতা হাজী জাকারিয়া, আসাদুজ্জামান (আহাদ), মো. কাউসার, মো. শরিফ, মো. ফারুক হোসেন, বুলবুল আহমেদ, মো. ইউনুছ, মো. ফারুক হোসেন স্বরণ, রেজা আহমেদ, শামছুদ্দিন, মো. নকিব, মমিন, মো. গোলাপ, এমদাদুল হক, মো. ফয়সাল, মো. লালটু, মো. লোকমান, মো. কাইয়ুম, মো. ইকবাল, মো. রহিম, ইফতেখার উদ্দিন প্রমুখ।মাহফিলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দাতু আবুল কালাম আজাদ। ওয়াজ মাহফিলে মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।বিএ