মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেন, এক রুমিন ফারহানাকে দমাতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট, নাসিরনগরই যথেষ্ট। এসিতে বসে লম্বা লম্বা কথা বলেন। আমাদের সঙ্গে আসুন, খেলতে চাই আপনার সঙ্গে। আমরা শেখ হাসিনার সৈনিক। আমরা অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত। রুমিন ফারহানার সাথে কী খেলবো! সে তো আমাদের নখের যোগ্যতায়ও নেই।
রোববার (২৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা হামিদা লতিফ পান্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।
এসময় মাহমুদা বেগম কৃক বলেন, আপনি আমাদের সমালোচনা করেন। আপনি কোথায় ছিলেন, কার সন্তান একবার কী ভাবেন? যে সরকারের এত সমালোচনা করেন অথচ তাদের দেওয়া প্লটটি নিতে আপনার লজ্জা লাগেনি? ধিক্কার-ঘৃণা জানাই।
সভায় স্থানীয় সংসদ সদস্য বিএন ফরহাদ হোসেন সংগ্রাম, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাসিমা ফেরদৌস, যুগ্ম-সম্পাদক ড. জান্নাত আরা হেনরি, সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, সুরাইয়া বেগম ইভা, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস