বিনোদন

ওজন কমালেন সোনাক্ষী

সোনাক্ষী সিনহাকে দেখে একটু ভারি চেহারার মেয়েরা খুশিই হয়েছিল। কিন্তু সেই আনন্দের দিন আর থাকল না তাঁদের। চরিত্রের প্রয়োজনে, ‘তেবার’ ছবিতে ‘রাধা নাচেগি’ গানে নিজে কোমরের ভাজ কমাতে ওজন কমিয়েছেন বলিউডের এই কুইন।দাবাং গার্লের এই রূপে মুগ্ধ হয়ে ছবিটির প্রোডিউসার বনি কাপুর জানিয়েছেন, ‘তেবার’ ছবিতে সোনাক্ষীর রূপ দেখার মত। সোনাক্ষীকে এই রকম সুন্দর আগে কোন ছবিতে লাগে নি। এই ছবিতে ‘রাধা নাচেগি’ গানের জন্য তিনি ওজন কমিয়েছেন। এই গানটিতে সোনাক্ষী খুন সুন্দর নাচ করেছেন।এখানেই থেমে থাকেন নি তিনি, আরও জানিয়েছেন, খুব কম অভিনেত্রী আছেন যারা শাস্ত্রীয় সংগীতে এত সুন্দর নাচ করতে পারেন। আমি সোনাক্ষীর সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আমার দ্বিতীয় ছবিটি করতে চাইব। ‘তেবার’ ছবিতে সোনাক্ষীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অজুর্ণ কাপুরকে। দক্ষিণ ভারতের রিমেক তৈরি এই ছবিটি পরিচালনা করছেন অমতি শর্মা।