সীমানা জটিলতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।
তিনি বলেন, সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। শামীমা জাহান সারা নামে সংরক্ষিত আসনের এক সদস্য সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে উচ্চ আদালতে রিট করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না।
১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও একজন জমা দিয়েছেন। সংরক্ষিত সদস্য পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ২৯ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।
সোহান মাহমুদ/এসজে/জিকেএস