দেশজুড়ে

ডোবায় ডুবে প্রাণ গেলো ৩ বছরের শিশুর

কুড়িগ্রামের উলিপুরে ডোবার পানিতে পড়ে মিরাজ বাবু (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ সরকার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু মিরাজ বাবু মোহাম্মদ সরকার পাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাহেব আলীর বাড়ি উঠানের পাশে একটি ডোবা ছিল। মিরাজ ওই ডোবার পাশে খেলছিল। একপর্যায়ে সে সবার অজান্তে ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন ডোবার পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর/জিকেএস