যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫০ রান। এবারের টুর্নামেন্টটা দুর্দান্তই কাটাচ্ছে তিন বারের যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে ওঠে ভারতের যুবারা। আর সেমিতে ওঠার লড়াইয়ে নামিবিয়াকে তো ১৯৭ রানের ব্যবধানে জিতে এক প্রকার উড়িয়েই দিয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।এদিকে দুই ভারতীয় ব্যাটসম্যান রিশাব পান্ট এবং সারাফরাজ খান তো রানের ফোয়ারা ছুটিয়েই চলেছেন। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত রিশাবের রান ২৫২ আর সারাফরাজের রান ২৪৫।এদিকে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কাও ছেড়ে কথা বলতে চাইবে না। যদিও গ্রুপ `বি` থেকে পাকিস্তানের পেছনে রানার্স-আপ হয়েই কোয়ার্টারে উঠেছিল দলটি। অর্থাৎ কানাডা এবং আফগানিস্তানকে হারালেও গ্রুপ পর্বে পাক যুবাদের হারাতে পারেনি লঙ্কান যুবারা। তবে কোয়ার্টারে এসে গনেশ উল্টেছে।সোমবার ওয়েস্ট ইন্ডিজের যুবাদের কাছে ৫ উইকেটে হেরে গেছে পাকিস্তান। আর ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে লঙ্কানরা। ফলে ২০০০ সালের পর আবারো ফাইনালে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছে লঙ্কান যুবারা।এদিকে চলতি টুর্নামেন্টে লঙ্কান ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা সংগ্রহ করেছেন ১৯৪ রান এবং আভিষকা ফার্নেন্দোর সংগ্রহ ১৪৩। ফলে প্রায় এক যুগেরও বেশি সময় পরে যুব বিশ্বকাপের ফাইনালে উঠতে এই দুই ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে থাকবে দ্বীপ দেশটির সমর্থকরা।এমআর/পিআর