লাইফস্টাইল

শাড়ির যত্ন

শাড়িতেই পরিপূর্ণ হয়ে ওঠে বাঙালি নারীর সাজ। সবসময়ের ব্যবহারে অথবা শখের বশে অনেকেই শাড়ি পরে থাকেন। অনেকে আবার শখের শাড়িটি যত্ন করে তুলে রাখেন। তবে শাড়ি শুধু পরলেই হবে না, পাশাপাশি নেয়া চাই এর সঠিক যত্ন। নয়তো নষ্ট হয়ে যেতে পারে আপনার শখের শাড়িটি। চলুন জেনে নিই-১. কাপড় রাখার স্থানটি শুকনো হতে হবে, নতুবা ছত্রাক সংক্রমণের ভয় থাকে।২. শাড়ির ভাঁজে ন্যাপথলিন, কালোজিরা, নিমপাতা ইত্যাদি দিয়ে রাখুন, এতে পোকায় কাটবে না।৩. ব্যবহৃত শাড়ি ৩ মাস অন্তর ও অব্যবহৃত শাড়ি ৬ মাস অন্তর বের করে ধুতে হবে।৪. আলমারি বা ট্রাংক যেখানেই শাড়ি রাখুন না কেন, তা যেন ফুটো না হয় নতুবা তেলাপোকা বা ইঁদুরে কাটতে পারে শাড়ি।৫. স্টিলের আলমারিতে যেন মরিচা না পড়ে, তাতে শাড়ি নষ্ট হয়।৬. কাঠের আলমারিতে শাড়ি রাখলে তা মাঝে খেয়াল করতে হবে আলমারি ঘুণে ধরেছে কি-না, নতুবা শাড়ি কেটে যেতে পারে।৭. শাড়ি সঠিক নিয়মে ধোবেন।৮. বাইরে থেকে এসে কিছুক্ষণ বাতাসে রেখে শাড়ির ঘাম শুকিয়ে নিন, নতুবা দাগ পড়তে পারে।৯. সুতি শাড়ি ইস্ত্রি করে কিছুক্ষণ বাতাসে রেখে তুলে রাখুন, অনেকদিনের জন্য রাখতে হলে মার এড়িয়ে যান।১০. জর্জেট ও শিফন শাড়ি ধুয়ে পানি ঝরিয়ে নিন, চিপবেন না, শুকালে শাড়ি রোল করে রাখুন, এবং অবশ্যই এই শাড়িগুলোতে নিম পাতা বা কালো জিরা দিয়ে রাখুন।এইচএন/পিআর