স্কুল মাঠে ভূতের মেলা লেখকের প্রথম বই। বইটি মূলত শিশু কিশোর জন্য উপযোগী গল্পগ্রন্থ। এগারটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে স্কুল মাঠে ভূতের মেলা। প্রতিটি গল্পেই পাঠককে কাছে টানেব। ভয়ঙ্কর ভূত, মজায় ভরপুর আর সাহসিকতা নিয়ে স্বুল মাঠে ভূতের মেলা। সেলফি একবিংশ শতাব্দীর একটি আলোচিত নাম। সবার মাঝে খুব প্রিয়ও বটে। শিশু-কিশোর থেকে শুরু করে সব মানুষের কাছে বহুল জনপ্রিয় হয়ে উঠেছে সেলফি। আর এই সেলফি যদি হয় ভূতের সঙ্গে তাহলেতো কোন কথায় নেই। বইটির প্রথম গল্পের নাম ‘ভূতের সঙে সেলফি’। শিশু-কিশোরদের সরস রম্য ঢেলে দিতে রয়েছে মজার কাহিনী এই গল্পে। কীভাবে ভূতের সঙ্গে সেলফি তোলা যায়, কোথায় ভূতের সঙে সেলফি তোলা যায় এই নিয়ে রয়েছে মজার মজার ঘটনা। আমাদের মাতৃভাষা বাংলা। প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছে বাংলা ভাষার দখল। কিন্তু বাংলা ভাষার অশুদ্ব উচ্চারণে ভাষাকে অপমান করা হচ্ছে। কেউ বাংলাকে তুচ্ছ মনে করে পড়তেই চায় না। এমনি একটি গল্প ‘নীলু আর ডাবল জিরো পায় না’। বাংলা ভাষাকে অবজ্ঞা, তুচ্ছ করে দেখে নীলু। যার ফলে পরীক্ষার হলে খাতায় কিছুই লিখতে পারে না। একসময় একটা কাল্পনিক ক্ষমতা তাকে ফিরিয়ে আনে। সে ভুল বুঝতে পারে। ভাল করে বাংলায়। ছোট বেলায় সবাই একটু আধটু বেশী দুষ্টামি করে বেড়ায়। তেমনি একটি গল্প দাওয়াত। ছেলে বাবার সাথে দাওয়াত খেতে কেমন করে। দাওয়াতে গিয়ে কি হাল করে । তা নিয়ে রয়েছে মজার কাহিনী।বাল্যবিবাহ একটি ভয়ঙ্কর ব্যাপার। একজন মেধাবী ছাত্রীর বাল্যবিবাহের হাত থেকে কিভাবে রেহায় পায়। তার বন্ধুরা মিলে কিভাবে তার পাশে দাঁড়ায়। তার স্কুলে যাওয়া অব্যহত রাখে। তেমনি একটি গল্প ‘আজ নিশার বিয়ে।অনেকেই হয়ত পরীর গল্প শুনেছেন। কিন্তু কখনো পরীর স্থানে যাওয়া হয়নি। আর তাদের জন্য সুখকর বিষয় হলো পরীর সঙ্গে পরীস্থানে গল্পটি পড়লে মনে হবে পরীর দেশ ঘুরে এসেছি। বইটির অন্য গল্পগুলো, হলো জুতা চুরি, কবুতর, দাওয়াত, আমপরী, স্কুল মাঠে ভূতের মেলা, লাল সাইকেল। লেখক বইটি উৎসর্গ করেছেন লেখক তার মাকে। স্কুল মাঠে ভূতের মেলা বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। গল্পের অলঙ্করণ করেছেন কাওছার মাহমুদ। প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। বইটির মূল্য রাখা হয়েছে ১৪৯ টাকা। পাওয়া যাবে বইমেলার ৪০৭ ও ৪০৮ নম্বর স্টলে।এইচএন/পিআর