আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর ২০১৬ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে চতুর্থ বাপা ফুড প্রো বাংলাদেশ ২০১৬। এ মেলায় খাদ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে বলে আজ এক সংবাদ সম্মেলনে জানান ’বাংলাদেশ এগ্রো প্রসেসরস’ অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি এ এফ এম ফখরুল ইসালাম মুন্সি।ঢাকা রিপোটার্স ইউনিটিতে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ মেলায় বিশ্বের ১৫টির অধিক দেশের প্রতিষ্ঠানসমূহ অংশ নেবে।তিনি বলেন, এ খাত থেকে বর্তমানে বছরে ১৬শ` কোটি টাকা রফতানি আয় হচ্ছে। যা আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ১০ হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে বাপা কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। তিনি বলেন, এ খাতকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য মান উন্নয়নের উপর গুরুত্ব দিতে হবে। এ সংগঠনটি চাষিদেরকে সংগঠিত করার জন্যও কাজ করে যাচ্ছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বাপার সদস্য সংখ্যা ৪৭৯। যারা প্রক্রিয়াজাত খাদ্য বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রফতানি করে আসছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাপার সাধারণ সম্পাদক খুরশীদ আহমাদ ফরহাদ এবং ই-থ্রি সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক চানমোহন সাহা। এএম/এমজেড/এমএস