দেশজুড়ে

কুমিল্লা মহাসড়কে যানজটে যাত্রীদের ভোগান্তি

কুমিল্লা মহাসড়কে একটি ট্রাক উল্টে পড়ায় প্রায় ১৫ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাইয়ে এ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ এই যানজটের কারণে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।মঙ্গলবার সকাল ৮টার দিকে মহাসড়কের কোরপাই এলাকায় অ্যাসিড ভর্তি একটি ট্রাক  সড়কের উপর উল্টে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় দিকের মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের যাত্রী আবুল হাসনাত জানান, সকাল পৌনে ৮টার দিকে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় এসে যানজটের কবলে পড়ে প্রায় ৩ ঘণ্টা যাবত আটকে আছি।ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, হাইওয়ে পুলিশের তৎপরতায় বিকল ট্রাকটি সড়কের উপর থেকে অপসারণ করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।  কামাল উদ্দিন/এফএ/এসএস/এমএস