জামালপুরের মেলান্দহে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় খোরশেদ আলম (২০) নামের বখাটের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পয়লা বানিয়াবাড়ি ফাজিল মাদরাসায় পরীক্ষা শুরুর আগে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা।
দণ্ডপ্রাপ্ত বখাটে মো. খুরশেদ আলম উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাছপয়লা গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, পয়লা বানিয়াবাড়ি ফাজিল মাদরাসায় চলমান দাখিল পরীক্ষা শুরুর আগে খোরশেদ মিয়া নামে ওই যুবক এক পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করলে দায়িত্বরত পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা বলেন, কেন্দ্রে প্রবেশের সময় দাখিল পরিক্ষার্থী এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় ওই তরুণের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মো. নাসিম উদ্দিন/এএইচ/জিকেএস