দেশজুড়ে

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, নারীসহ গ্রেফতার ৪

নরসিংদীর রায়পুরায় চালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার বল্লবপুর এলাকার ধন মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩১), বীরগাও পূর্বপাড়ার মোসলেম মিয়ার ছেলে কাউছার (২৮), একই এলাকার মো. সোলাইমানের ছেলে আলাল মিয়া (৩৫) ও কান্দাপাড়ার মো. আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন সংবাদ সম্মেলন করে জানান, শনিবার বিকেলে বিজয় মিয়া বাসাইলের বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ। পরদিন বিকেলে রায়পুরা-নরসিংদী সড়কের পাশের একটি কলাবাগানে বিজয় মিয়াকে পাওয়া যায়। পরে নিহতের মা মিনারা বেগম রায়পুরা থানায় মামলা করেন। বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় অটোরিকশার একটি বডি, চারটি ব্যাটারি, চারটি চাকা ও বিজয় মিয়ার ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়।

সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম