জাতীয়

মন্ত্রী আমলাদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার দাবি

দেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও ব্যয় কমাতে মন্ত্রী, রাজনীতিবিদ ও আমলাদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পল্লীমা গ্রীণ, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক রোগী প্রতিবছর ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকা, ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে উন্নত চিকিৎসা নিতে যান। এমনকি দেশের প্রধান নির্বাহীগণসহ মন্ত্রী, এমপি, সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিত্তবানরা স্বাস্থ্য পরীক্ষার জন্য হরহামেশাই দেশের বাইরে যান। যা দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি অনাস্থা বা অবহেলার বহিঃপ্রকাশ। এছাড়া বিদেশে চিকিৎসা নেওয়ার কারণে প্রতিবছর প্রচুর অর্থ দেশের বাইরে চলে যায় উল্লেখ করে সাত দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হল- ১. প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে মন্ত্রী-এমপিসহ রাজনৈতিক ব্যক্তি, উচ্চ পর্যায়ের আমলা, বিত্তবান ও বিশিষ্ট ব্যবসায়ীরা দেশের সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নেবেন।২. রাজধানী ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, স্থানীয় সকল সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানকে মানসম্পন্ন পর্যায়ে উন্নীত করতে হবে।৩. জনসংখ্যা অনুপাতে ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা দূর করে জনগণকে সুলভ মূল্যে উন্নত চিকিৎসা প্রদান করতে হবে।৪. ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট স্থাপন করতে হবে।৫. চিকিৎসা সেবায় অত্যাধুনিক ব্যবস্থা সংবলিত স্পেশালাইজড হাসপাতাল স্থাপন করতে হবে।৬. আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের আর্তিকভাবে সুবিধা দিতে হবে এবং৭. ডাক্তারদের কনসালট্যান্সি ফি কমানোর ব্যবস্থা নিতে হবে ও ঔষধের যথাযথ মান নিশ্চিত করতে হবে।মানবন্ধনে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী আ. ছোবান, পল্লীমা গ্রীণ এর সভাপতি হাফিজুর রহমান ময়না, বাংলাদেশ ক্যানসার সোসাইটির মহাসচিব আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।এএস/আরএস/এমএস