খেলাধুলা

২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা

যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের দেওয়া ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লংকানদের সংগ্রহ ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছে ভারত ও শ্রীলঙ্কার যুবারা। মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ফিফটিতে লঙ্কান যুবাদের ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে টপঅর্ডারের দৃঢ়তায় নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৬৭ রান তুলেছে ভারতের যুবারা।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রিশহাব পান্ট ১৪ ও অধিনায়ক ইশান কিষানের ৭ রানে বিদায়ে চাপে পড়ে ভারত। এরপর আনমোলপ্রিত সিং ও সরফরাজ খানের ব্যাটে ৯৬ রানে জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয় ভারত। ব্যক্তিগত ৫৯ রানের সরফরাজের বিদায়ে ভাঙে এই জুটি। ৬ চার ও ১ ছয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। পরে ওয়াশিংটন সান্দারকে নিয়ে ৭০ রানের আরেকটি জুটি গড়েন আনমোলপ্রিত। তিনিও ৬টি চার ও ১ ছয়ে নিজের ৭২ রানের ইনিংসটি সাজিয়েছেন। আর ৪৩ রানে ফিরেছেন ওয়াশিংটন। শেষদিকের ব্যাটসম্যানরা বড় কোন অবদান না রাখতে পারলেও আরমান জাফার ২৯, মাহিপাল লুমরোর ১১ ও মায়াঙ্ক ডাগারের ১৭ রানে ২৬৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।লঙ্কানদের হয়ে আসিথা ফার্নান্দো ৪টি উইকেট নিয়ে সেরা বোলার। আর লাহিরু কুমারা ও থিলান নিমেশ নিয়েছেন ২টি করে উইকেট।এমআর/পিআর