গণমাধ্যম

জগলুল আহমেদের মৃত্যুতে সাংবাদিক নেতাদের শোক

বিশিষ্ট সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।এক শোকবার্তায় শনিবার বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন, জগলুল আহমেদের মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়।