জিয়া চ্যারিটেবল ফান্ড দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে করা আবেদন খারিজের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ রোববার সকালে এ আদেশ দেন। এ আদেশের ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।