বিনোদন

রাজবাড়ীতে চলচ্চিত্র উৎসব

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে তানভীর মোকাম্মেলের মুক্তিযুদ্ধভিত্তিক ৫টি চলচ্চিত্র নিয়ে রাজবাড়ীতে আয়োজন করা হচ্ছে চলচ্চিত্র উৎসব। রাজবাড়ীর আজাদী ময়দানের মুক্তমঞ্চে ২ থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ উৎসব।আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে তানভীর মোকাম্মেল নির্মিত ৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং একটি তথ্যচিত্র ও একটি প্রামাণ্যচিত্র রয়েছে। ছবিগুলো হলো- জীবনঢুলী, রাবেয়া, নদীর নাম মধুমতী, তাজউদ্দিন আহমদ : নিঃসঙ্গ সারথি ও প্রামাণ্যচিত্র ১৯৭১। তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র সংস্থা কিনু আই ফিল্মস সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন নন্দিত নির্মাতা তানভীর মোকাম্মেল।