দেশজুড়ে

ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ইঁদুর মারার বিষ খেয়ে ফিরোজা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিহর নগর গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজা বেগম ওই গ্রামের রফিক মোল্লার স্ত্রী।

নিহতের ছোট মেয়ে শামিমা বেগম জানান, সকালে ঘরে থাকা ইঁদুর মারা বিষ খান আমার মা। পরে আমরা টের পেয়ে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম