ফরিদপুরের সালথা উপজেলায় বিয়ের তিন দিনের মাথায় খুকু মনি (১৯) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।গত ৫ ফেব্রুয়ারি উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের দিলু শরীফের মেয়ে খুকু মনির সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের বেলায়েত হোসেনের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহের দুই দিন পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসার কথা ছিল খুকু মনির। পরের দিন তেঁতুল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খুকু মনির বাবা দিলু শরীফ বলেন, পেট ব্যথার কারণে তার মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সালথা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, খুকু মনির আত্মহত্যার খবর পেয়ে চান্দাখোলা গ্রামে গিয়ে তার বাবার বাড়ির থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সালথা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।এস এম তরুন/এআরএ/আরআইপি