ঝিনাইদহে উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকলের অপরাধে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা চলকালীন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওসমান গনি তাদের বহিষ্কার করেন।বহিষ্কৃতরা হলো, সদর উপজেলার জিয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বিপ্লব হোসেন, সাধুহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী তাছলিমা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলার সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র স্বাধীন আহম্মেদ ও রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শাকিল হোসেন।সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি জানান, উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৪ শিক্ষার্থী বই কেটে নকল করছিল এময় তাদের হাতে নাতে আটক করা হয়। পরে এ অপরাধে বহিষ্কার করে তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড জব্দ করা হয়।এফএ/এমএএস/আরআইপি