খেলাধুলা

জার্সি নম্বর ৬৪ এখন শুধু হিউজের

ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত ক্রিকেটবিশ্ব। বাইশ গজে লড়াইয়ের মতো মানসিক পরিস্থিতি নেই সতীর্থদের। পিছিয়ে দেওয়া হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। হিউজের স্মৃতিতে স্মারক হিসেবে তাঁর ৬৪ নম্বর ওয়ান ডে জার্সিটা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে ৪০৮ নম্বর ব্যাগি গ্রিন টুপিটার সঙ্গে ৬৪ নম্বর রঙিন জার্সিটাও শুধু হিউজেরই।অস্ট্রেলিয়া দলের তরফে অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, ‘আমরা কেউই বলার পরিস্থিতে নেই। বাকরুদ্ধ হয়ে আসছে। হিউজের (জাতীয় দলের সতীর্থদের কাছে এই নামেই পরিচিত ছিলেন হিউজ) দেশের হয়ে ক্রিকেট খেলাটাই ছিল সবচেয়ে প্রিয় মুর্হূত। হিউজকে ছাড়া ড্রেসিং রুমের অবস্থা কখনই এক হবে না। ওর স্মৃতিতে ৬৪ নম্বর ওয়ান ডে জার্সিটা রেখে দেওয়ার জন্য আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন করেছিলাম। আবেদনে সাড়া দিয়ে জার্সিটা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।’ ফলে ২০৮ নম্বর ব্যাগি গ্রিন টুপিটার সঙ্গে ৬৪ নম্বর জার্সি পড়তে পারবে না কোনও অজি ক্রিকেটার।