খুলনা মহানগরীর রূপসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসেপ স্কুলের চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২ অক্টোবর) রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দমকল বাহিনীর ৫ ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, ইউসেপ স্কুলটি রূপসা মন্দিরের পাশে। রাত পৌনে ১২টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাত ১২টার দিকে টুটপাড়া স্টেশনের তিনটি ও বয়রার দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তার আগেই চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, রাত পৌনে ১২টায় আগুনের সংবাদ শুনে ঘটনাস্থলে যাই। আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। টুটপাড়ার তিনটি ও বয়রার দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে।
আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম