বগুড়ায় খালাকে হত্যার দায়ে ভাগনে বুলুকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৩ অক্টোবর অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এ আদেশ দেন।
বুলু বগুড়ার আদমদিঘী উপজেলার তালশন পশ্চিম পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট নাসিমুল বারি জানান, ২০১৩ সালের ৩ মে দুপুরে বুলু জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খালা জোসনা বেগমকে ধারালো বটি দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আদমদিঘী হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জোসনা বেগমের স্বামী আব্দুল মান্নান বাদী হয়ে হত্যা মামলা করেন। ওই মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
বগুড়া/আরএইচ/জেআইএম