জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে মো. খাইরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকালে মেলান্দহ পৌরসভার মেঘারবাড়ী দক্ষিণপাড়া এলাকার ঈদগাহ মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।
খাইরুল ইসলাম উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাঁচপয়লা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্র জানায়, খাইরুল মেলান্দহ পৌরসভার মেঘারবাড়ী দক্ষিণপাড়া এলাকায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সোমবার সকালে ওই এলাকার ঈদগাহ মাঠের পাশে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনে তিনি কাটা পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গুলজার হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো. নাসিম উদ্দিন/এসআর/এএসএম