দেশজুড়ে

মোংলায় বেড়েছে বৃষ্টি, সুন্দরবনে কমেছে পর্যটক

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে মোংলায় সোমবার সকাল থেকেই বৃষ্টি বেড়েছে। শনিবার লঘুচাপ সৃষ্টি হওয়ার পর রোববার ভোর থেকে মোংলা বন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ, হালকা-মাঝারি ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত ছিল।

এদিকে দুদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সুন্দরবনে পর্যটকদের আগমনও কমেছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, পূজার কারণে দর্শনার্থীদের আগমন বৃদ্ধির আশা থাকলেও বৈরী আবহাওয়ায় পর্যটক খুবই কম আসছে।

তবে এর মধ্যেও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ।

মোংলা সমুদ্রবন্দরসহ সাগর ও সুন্দরবন উপকূল জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত এমন বৈরী আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী।

তিনি বলেন, বৃহস্পতিবারের পর দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

আবু হোসাইন সুমন/এমএইচআর