ঝিনাইদহ সদরের কুশাবাড়িয়া বাজারে পূর্ব বিরোধের জেরে পূজা দেখে ফেরার সময় প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নুরুল, সাফিয়ার ও টিপুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক মমিনুর রহমান জানান, ফুরসুন্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ শিকদার এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সাইদ শিকদারের মধ্যে বিরোধ চলছিল দীর্ঘদিন। এরই জেরে সোমবার রাতে আবু সাইদ শিকদারের সমর্থকরা বিভিন্ন পূজা মন্দির দেখে কুশাবাড়িয়া বাজারে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
তিনি আরও জানান ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এমএইচআর