ইংলিশ প্রিমিয়ার লীগে সহজ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল তারা ৩-০ গোলে পরাজিত করেছে হাল সিটিকে। এনিয়ে লীগে টানা তৃতীয় জয় পেলো লুইস ভ্যান গালের শিষ্যরা।ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১৬ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। গোলটি করেন ক্রিস স্মলিং। গোললাইন প্রযুক্তি ব্যবহার করে গোলটি নিশ্চিত করেন রেফারি। ৪২ মিনিটে ব্যবধান বাড়ান অধিনায়ক ওয়েইন রুনি। রবিন ফন পার্সির পাসে জোরালো শটে গোলটি করেন তিনি।৬৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ম্যানইউকে ৩-১ এগিয়ে দেন নেদারল্যান্ডস স্ট্রাইকার রবিন ফন পার্সি। নির্ধারিত সময় আর কোন গোল না হলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ১৩ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ২২। লীগ তালিকায় ৪ নম্বরে রয়েছে তারা।