দেশজুড়ে

চাকরি জাতীয়করণের দাবিতে ডাক কর্মচারীদের বিক্ষোভ

‘সমকাজে সমবেতন দিতে হবে’ এ স্লোগানে অবিভাগীয় ডাক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে বাংলাদেশ অবিভাগীয় ডাক কর্মচারী পরিষদ জেলা শাখা এ কর্মসূচি পালন করে। এতে পোস্ট মাস্টার, রানার ও পোস্টম্যানরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ অবিভাগীয় ডাক কর্মচারী সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আজিজার রহমান, উপদেষ্টা ও জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী, সদস্য আবু জাহিদ, আমিনুজ্জামান ও বকুল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ডাক বিভাগ থেকে রাজস্ব আয় হলেও, গাইবান্ধায় ১১২টি শাখা ডাকঘরের মধ্যে নিজস্ব কার্যালয় নেই ১০৪টির। ডাক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে ডাক বিভাগ ও কর্মচারীদের উন্নয়নে অতিদ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া ডাক ব্যবস্থার উন্নয়নসহ শাখা পোস্ট মাস্টার ও গ্রামীণ ডাক রানারদের চাকরি জাতীয়করণ, ডাক ব্যবস্থার আধুনিকায়ন ও রেশন ব্যবস্থা চালুর দাবি জানান নেতারা।

এসজে/জিকেএস